সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানপমানয়োঃ।
শীতোঞ্চসুখদুঃখেষু পণ্ডিতঃ সমবস্থিতঃ।।
বঙ্গানুবাদ: পণ্ডিত ব্যক্তি সত্য এবং মিথ্যার মধ্যে কোন বিভাজন রেখা নির্ধারণ করেন না। মান-অপমানকে তিনি সমানভাবে গ্রহণ কেরতে পারেন। সুখ-দুঃখ তাঁর কাছে একইরকভাবে প্রতিভাত হয়। তিনি সবসময় নির্বাকার চিত্তে থাকতে পারে।